Translate

বাংলা টিউটোরিরাল ইভেন্ট ব্লগিং

ইভেন্ট ব্লগিং কি

ইভেন্ট ব্লগিং একটি নির্দিষ্ট দিন , এক সাপ্তাহ বা এক মাসের জন্য হতে পারে।অন্য সাধারন ব্লগিং এর মতই ইভেন্ট ব্লগিং এক ধরনের ব্লগিং।আপনি যদি ইভেন্ট ব্লগিং নিয়ে অবগত না থাকেন তবে আপনার কাছে এটি অবিশ্বাস্য মনে হতে পারে এক দিনের আপনার ব্লগে লক্ষ ট্রাফিক জেনারেট করার জন্য ইভেন্ট ব্লগিং অনন্য। খুব অল্প সময়ে আপনি খুব সহজেই বড় অংকের টাকা আয় করতে পারবেন । আশা করছি এই পোষ্টটি পড়ার পর আপনার এই ভুল ধারনা কেটে যাবে । আসুন শুরু করা যাক ।

কেন ইভেন্ট ব্লগিং করবেন

ধরুন আজকে ঈদের দিন । আপনার কাছে ল্যাপ্টপ বা স্মার্টফোন আছে। আপনি স্বাভাবিকভাবেই আপনার বন্ধুদের মেসেজ পাঠিয়ে উইশ করবেন। কিন্তু আপনার কাছে মেসেজ রেডি নাই । আপনি গুগল এ সার্চ করবেন । EID MESSAGES, EID WISH ইত্যাদি ইত্যদি ।

এবার আপনার ওয়েবসাইটের কথা চিন্তা করুন । আপনার ওয়েবসাইটটি যদি এসইও করে প্রথমে আনতে পারেন , সার্চ ইঞ্জিনে যদি প্রথমে থাকে তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিটর সংখ্যা কেমন হতে পারে। আমি নিশ্চিত আপনি ভাবতে পারছেন না । জি হ্যা এটাই ইভেন্ট ব্লগিং।
বাংলা টিউটোরিরাল ইভেন্ট ব্লগিং

এবার আপনার বন্ধুর কথা চিন্তা করুন তিনিও একই কাজ ই করবেন । এইবার পুরা মুসলিম বিশ্বের কথা চিন্তা করুন , কত শত কোটি মানুষ তার প্রিয়জঙ্কে বন্ধুবান্ধবকে উইশ করার জন্য মেসেজ খুজবে।

আপনি ত মামা কোটিপতি হয়ে গেলেন । প্রতিদিন যদি এই পরিমান ভিজিটর ঢুকে একদিন আপনি গুগলরে ফেলাইয়া দিবেন ভাবতেছেন । হা হা ……। আসলে এরপরের দিন আপনার সাইটে ভিজিটর আসবে না । প্রায় শুন্যের কোটায় নেমে আসবে । ইভেন্ট ব্লগিং এর মজা অই একদিন বা এক সাপ্তাহ বা এক মাস ই পেতে পারেন । এরপর আর পাবেন না। তবে এর থেকে আয়কৃত টাকা চাইলে সারাবছর খেতে পারবেন


মাত্র কয়েকটা ইভেন্টের নাম বললেন আর কই

মিয়া আপনার মাথায় বুদ্ধি গেছে গা পুরাই।
চলে বিপিএল , আসবে আইপিএল , থার্টি ফার্শট নাইটে মানুষ কক্সবাজার যাইবো , ফুরফুর ফুর্তি করার লাইগা থুক্কু শোনার লাইগা। হোটেলের নাম জানে না, মারব গুগল সার্চ , কোথায় কোথায় কন্সার্ট হচ্ছে তার নাম জানার লাইগা সার্চ দিব , ওহ হো আগামী মাসে নতুন বছরের পর স্কুলে ভর্তির জন্য সেরা স্কুল গুলার নাম জানতে চাইয়া সার্চ দিব । আরো কত কি ?
এইত গেলে দেশের অবস্থা ! বিদেশে গেলে কি কম হবে ? বিশ্বে দেশের সংখ্যা কম না । এইটা একটা দেশ কে টার্গেট করেন তাহলেই হবে। আরো কাহিনি আছে আগামী মাসে বলিউডে নতুন মুভি মুক্তি পাইব ! নাম দিয়ে সার্চ হইব। নতুন মোবাইল বাইর হইব সেইটা লইয়া সার্চ মারব। টম ক্রুজ আগামী মাসে পর্ন মুভি !!! বাইর কইরা ফেলব সার্চ মারব আরো কত কি ! আগামী মাসে রিও দি জেনেরিও তে পরিবেশ বিদরা বসব । এটা নিয়েও সার্চ হইব
আর কইতে পারুম না ! এখন না বুঝলে আপনার জন্য ইভেন্ট ব্লগিং আসে নাই । আর যারা বুঝছেন তারা কিছুক্ষন জিরাই লন । এরপর আইতেছি

আমি ইভেন্ট ব্লগিং করতে চাই কিন্তু টপিক্স খুজে পাই না

কি যে বলেন না ভাই, আচ্ছা এখন হচ্ছে নভেম্বর মাসের শেষ । আগামী মাসে কি কি ইভেন্ট আছে বলেন তো ? ক্রিষ্টমাস আছে আন্তর্জাতিকভাবে । থার্টি ফার্ষ্ট নাইট আছে। আরে ভাই এইগুলা তো বড় টপিক্স । আমি ছোট মানুষ । ছোট খাট কোন টপিক্স বলেন না ভাই ।
আগামী মাসে বাংলাদেশে কি কি আছে বলেন তো ? কই কিছু নাই তো । আপনি ভাই বোকার স্বর্গে বসবাস করছেন । আমাদের বুদ্ধিজীবি দিবস আছে বিজয় দিবস আছে এইগুলা নিয়ে সার্চ হবেই । বিজয় দিবসের জন্য অনেকেই বাংলাদেশের পতাকা ফেসবুক ওয়ালে দিবে। অনেকেই ওইদিন দেশ প্রেম দেখাইয়া কিছু হিস্ট্রি ঘাটাঘাটি করবে আবার অনেকেই কপি পেষ্ট মাইরা অনেক কিছু শেয়ার করবে। এখনো বুঝেন নাই , খাড়ান আপনারে আমি বুঝাই ।
আইচ্ছা বাঙ্গালাদেশে পরীক্ষা কয়টা কন তো ? এখনো বুঝেন নাই, আরে ভাই আগামী মাসে JSC , PSC পরীক্ষার রেজাল্ট দিবে । জনগন ধুমাইয়া সার্চ দিবে। আপনি থাকতে পারলেই কেল্লা ফতে।ওহ, পোলাপাইন এখন অনেক স্মার্ট। এখন তারা বিভিন্ন গ্রুপ করে, ফেসবুকে গ্রুপের কথা কইতেছি। ওই গ্রুপ গুলাতে সব টার্গেটেড পোলাপাইন । কিছুক্ষন আগে আমার ওয়ালে দেখালাম, একটা ইভেন্ট নাম হচ্ছে ভার্সিটি ভর্তি যুদ্ধ। এইগুলা টার্গেট করেন নারে ভাই ।

ইভেন্ট ব্লগিং কয়দিনের জন্য হতে পারে

আসলে এটা নির্ভর করে কত দিন চলবে সেটার উপর । অলিম্পিক নিয়ে করলে অলিম্পিক যতদিন চলে ততদিন, ক্রিষ্টমাস নিয়ে করলে একদিন বা দুইদিন হায়েষ্ট এক সাপ্তাহ । ঈদ নিয়ে করলে চাদ রাতেই শুধু বাজি ফুটব ।

ইভেন্ট ব্লগিং কতদিন আগে শুরু করা উচিত

ইভেন্ট ব্লগিং শুরু করার নির্দিষ্ট ডেট বলা আসলে কঠিন । কারন আপনার মতই অনেকেই এই কাজের জন্য বসে আছে। তবে এটলিস্ট গুগলকে ইন্ডেক্সিং এর সময় দিতে হবে। রেংকিং এ আনার জন্য টাইম দিতে হবে ।
নতুন ডোমেইনের ক্ষেত্রে কমপক্ষে ৪৫ দিন আগে শুরু করতে পারেন । পুরাতন ডোমেইনের ক্ষেত্রে ১৫/২০ দিন আগেই করা যায় ।

আপনার জন্য কোন ইভেন্টটি প্রযোজ্য

ইভেন্ট যত বড় কম্পিটিশন তত বেশি। কোন ইভেন্টটি আপনার জন্য সেটা আপনাকেই নিশ্চিত করতে হবে, এর জন্য আপনার এসইও জ্ঞান ও অন্যান্য দক্ষতা উপর বিবেচনা করে ইভেন্ট নির্বাচন করুন ।

ইভেন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ

কি ওয়ার্ড রিসার্চের অনেক টুলস আছে। তার মধ্যে জনপ্রিয় টুলস গুগল কি ওয়ার্ড প্লানার । এটা ব্যবহার করতে পারেন । বর্তমানে কি ওয়ার্ড প্লানার এক্সাক্ট ভলিউমটা পেইডে যাওয়া ছাড়া দেখায় নাই। আর জানি অলরেডি বিকল্প পদ্ধতি আপনাদের কাছে আছে । সো সেখান থেকে কি ওয়ার্ড নির্বাচন করুন । অবশ্যই যে কান্ট্রির জন্য কি ওয়ার্ড নির্বাচন করতেছেন সেই কান্ট্রিতে গত বছর এই দিনে গুগল ট্রেন্ড দেখে নিবেন।

ইভেন্টের জন্য ডোমেইন নেম

এসইও এর ক্ষেত্রে গুগল বলে যদিও ডোমেইনের ভুমিকা নাই । আপনার কন্টেন্ট ভাল হলেই রেংক করবে । তবে ইভেন্ট ব্লগিং এর ক্ষেত্রে এক্সাক্ট ম্যাচ ডোমেইন নিতে পারেন । এতে ক্লিকের পরিমান বেড়ে যাবে । আর দ্রুত রেংক করতে সুবিধা হব।
আপনি চাইলে যে দেশের ইভেন্ট সে দেশের কান্ট্রি এক্সটেনশন ও নিতে পারেন । যেমন বাংলাদেশের জন্য ডট কম ডট বিডি।

ইভেন্টের জন্য হোষ্টিং নির্বাচন

যেহেতু একদিনেই অনেক ভিজিটর ঢুকবে তাই হোষ্টিং এর ব্যন্ডউইডথের দিকে খেয়াল রাখা উচিত। চাইলে ব্লগার ডট কম ও ব্যবহার করতে পারেন । যে কোণ কোম্পানির হোষ্টিং ব্যবহার করতে পারেন

কিওয়ার্ড রিসার্চ

যদিও কিওয়ার্ড রিসার্চ নিয়ে বলেছিলাম অল্প খানি। এবার একটু বাড়াইয়া বলি । কিভাবে পাবেন স্বপ্নের কি ওয়ার্ড ।
স্বপ্নের কি ওয়ার্ড পাইতে খুব বেশি দেরী করতে হবে না । গুগল এডওয়ার্ড ইস দ্যা বেস্ট ।। এছাড়াও ইউবার সাজেশট টুলস , সুভল আরো অনেকগুলা আছে।

কিওয়ার্ড রিসার্চের জন্য টুলসগুলা যেইগুলা আমি ব্যবহার করি

গুগল কিওয়ার্ড প্লানার

কি ওয়ার্ড পাওয়ার লাইগা সবচেয়ে ভাল বন্ধু তিনি। কেমনে ইউজ করবেন ? মনের মাধুরী মিশাইয়া কি বোর্ড আর মাউসের সহায়তা নিয়ে ইউজ করেন । কোন সমস্যা নাই । তবে খেয়াল রাইখেন, যখন যেখানে যাবেন মানে যেই দেশেকে করতে চান সেই দেশরে সিলেক্ট করতে হবে
বুঝেন নাই এখন ও , একটু জিরা পানি খান তারপর বুঝেন, ধরেন আপনি কাজ করতেছেন বাংলাদেশের পিএসসি এক্সাম নিয়ে কান্ট্রি সিলেক্ট করছেন ট্রাম্পের । মানে আমেরিকা। তাইলে কি আর কি ওয়ার্ড পাবেন । বাংলাদেশ সিলেক্ট কইরা তারপর কাজ করবেন ।

কিওয়ার্ড এভরি হয়্যার টুলস

https://keywordseverywhere.com/ এইডারে কয় একটা এক্সটেনশন । আগে কনফিগ কইরা লন তারপর যেখান যা কিছু সার্চ দিবেন সবগুলার সাথে আপনার সার্চ ভলিউম দেখাই দিব । ধরেন আপনার নাম লিখে সার্চ দিলেন সাথে সাথে এইটা দেখাইয়া দিব আপনার নামে কত বার সার্চ হয়
গুগলের সার্চের নিচে রিলেটেড কিওয়ার্ড গুলা আছে না । সেখানেও দেখাই দিব কয়বার সার্চ হয়। আরো অনেক সেন্সেশন মানে মজা পাইবেন এই এক্সটেনশন থেইকা।

Ubersuggest.io

এইটা আর উপরের এক্সটেনশন মিশাইয়া(মানে উপরের এক্সটেনশনটা থাকলে) সার্চ কতবার হইছে আর সহজে পাওয়া যায় আর কি

Answerthepublic

এইটা মেইনলি আপনার আর আমার মত যারা কিছু বুজে না তাদের জন্য কাজে লাগে। বল্টু পাগলের মত কি কি প্রশ্ন করে গুগলের কাছে (মানে সার্চ দেয় সেগুলআ) এখানে দেখবেন । কন্টেন্ট লিখার সময় এইগুলার আইডিয়া নিয়ে নিতে পারেন

Soovle

গতির সাথে নো কম্প্রোমাইজ। ইউজ কইরা দেখেন সেই মজা ।
এইগুলা ছাড়াও আরো হাগার হাগার টুলস আছে। সেগুলা ইউজ করতে পারেন । যেমন মোজ় , Ahef, এসইএমরাশ, কি ওয়াররড রিভিলার সহ আরো অনেক কিছু।

কয়টা কিওয়ার্ড লাগবে

আপনে যতটারে মেইন্টেন করতে পারেন ততটা হইলেই হয়। সবার লাইগা আলাদা কন্টেন্ট লাগবে ) তবে আমার ক্ষেত্রে ৮/১০ টা হইলেই হয়। এনার্জি (লেখার এবিলিটি ) কম তাই
কি ওয়ার্ড নির্বাচন শেষ । এবার কাম শুরু করার পালা। এর আগের পোষ্ট থেকে ঘরের জায়গা (ডোমেইন) সিলেক্ট করে নিতে পারেন করে নিতে পারেন

ঘরের জায়গা বা হোষ্টিং

যদিও এর আগে বলেছি , এটা আপনার ইচ্ছা মত করতে পারেন । আমি ব্যাক্তিগত ভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করি । যেহেতু একদিনে ভাল ভিজিটর আসবে তাই এত ব্যান্ডউইডথ আর সার্ভার আপ টাইম টা খেয়াল রাখবেন
গতকাল রাতে একজন জানালো আমাদের ইভেন্ট ব্লগিং গুরু #অন্যরকম মানুষ ভাই ব্লগস্পট ইউজ করেন । অনলাইনে কয়েকজায়গায় পড়লাম ও এটা।

যেহেতু এইটা গুগুলের সার্ভিস তাই সেটা নিয়ে সমস্যা নাই। ব্যান্ড উইডথের টেনশন নাই। সিকিউর । ভাল একটা টেম্পলেট দেইখা আপ করে দিবেন । গুগুল সার্চ কন্সোলে ফেলাই দিবেন তাইলেই হইল ।
ওয়ার্ড প্রেস আমি ইউজ করি কেন তাইলে ? । যে যেমনে মজা পায়। আপনার যেইটা ভাল লাগে সেইটাই করেন । সাইট আপনার পছন্দ ও আপনার।

কিভাবে কন্টেন্ট লিখবেন

আপনার পছন্দের সবগুলা কি ওয়ার্ড ঘিরে আপনার সাইট। খেয়াল রাখবেন আপনার কি ওয়ার্ড যেন বাদ না যায়। ট্রাফিক যেন হারাইয়া না যায়। প্রতিটি কিওয়ার্ড নিয়েই আলাদা আলাদা ভাবে পোষ্ট লিখুন । প্রতিদিন আপডেট দেন । পারলে একদিনে ২/৩ বার ও দেন কূনো ছমছ্য নাই গা।
চেষ্টা করবেন যেন ৪০-৫০ টা রুম (পোষ্ট থাকে)। তয় রুম বড় হলে ২৫-৩০ টাদিয়েও হয়।

ব্যাকলিংক

যতগুলা পারেন করেন সমস্যা নাই। তবে মনে রাখবেন এইগুলা যেন গুগলে ন্যাচারালি ইন্ডেক্স হয়। আমি যেটা করি রুট ডোমেইন খুজে নেই । অবশ্যই নিজের সাথে প্রাসংগিক হতে হবে । নাহলে সমস্যা । গুগুল আপনারে স্পামিং কইয়া পশ্চাত দেশে মারিব লাথি।

সোশ্যাল সিগন্যাল

প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা সোশ্যাল মিডিয়ারে টার্গেট করেন । বুজেন নাই, ধরেন বাংলাদেশরে নিয়া আপনি কাম করতেছেন তাহলে ভাল হচ্ছে ফেসবুক টুইটার ও গুগুল প্লাস। আবার কোন কোণ দেশে ভিকে ডট কম জনপ্রিয়। আবার কোণ দেশে আর একটা। ঐ দেশের কোনটা জনপ্রিয় সেটা এলেক্সাতে রেংকিং দেইখা ঠিক করেন
আপাতত এইটা । এর পরের টপিক্স গুলা আরো লম্বা  যা লিখব
  • অনপেজ এসইও
  • হেডিং অপ্টিমাইজেশন
  • মেটা ডিস্ক্রিপ্সশন অপ্টিমাইজেশন
  • বিং অপ্টিমাইজেশন
  • এএমপি
  • স্ট্রাকচার্ড ডাটা
  • ইমেজ অপ্টিমাইজেশন
  • কন্টেন্ট অপ্টিমাইজেশন

ব্যাকলিংক পদ্ধতি

যারা করতে চান এই সিরিয়াল পোষ্টের লাস্টের ৬০-৭০ ডোমেইন অথরিটির ৩০-৪০ টা ব্যাক্লিংক গিফট দিমু

ওয়েব ২

ওয়েব ২ তে কেমনে এক্সপায়ার্ড আর্টিকেল নিয়ে নিযে ইউজ করবেন সেফ্লি সেটা দেখাব। কন্টেন্ট তখন নো প্রবলেম

ইমেইল মার্কেটিং

লাগলে কোটি কোটি ইমেইল দিমু। তবে এডমিন্দের সাথে পরামর্শে

সোশ্যাল মিডিয়া নিয়ে আরো ডিটেইলস

রেংকিং না করলে কেমনে অন্য্রা যেমনে রেংকিং করছে তাদের আইডিয়া চুরি করবেন সেইটা কইয়া দিমু। কেমনে এইটা দিয়ে আয় করবেন সেটা বলে দিব ।
  • এডসেন্স
  • লিড কালেকশন
  • সিপিএ
  • এফিলিয়েট
এডসেন্স সিটিয়ার কেমনে ভাল রাখবেন তা নিয়ে আলোচনা করব। একদিনে হয়ত সব পোষ্ট সম্ভব না । কারন উপরের টাইটেল দেখে বুঝতেই পারছেন জিনিসগুলা অনেক বড়। লিখতে সময় লাগবে ।

Post a Comment

0 Comments