Translate

What is Joomla। জুমলা কি এবং জুমলা কেন ব্যবহার করা হয়। জুমলা বাংলা টিউটোরিয়াল পর্ব ০১?

What is Joomla
আমি নিশ্চিত প্রায় সবাই এই সম্পর্কে জানেন অথবা নাম শুনেছেন।অনলাইনের জগৎ এ Joomla অতি পরিচিত একটি সিএমএস। অনেকেই হয়ত ব্যবহার করেছেন এছাড়া জনপ্রিয় অনেক ওয়েবসাইটই জুমলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমাদের দেশেও বিভিন্ন ওয়েবসাইটে সিএমএস হিসেবে Joomla ব্যবহার লক্ষ্যনীয়।

জুমলাকে ব্যবহার করে খুব সহজেই সম্পূর্ন নিজস্ব একটি ডাইনামিক ওয়েবসাইট গড়ে তোলা সম্ভব। বেশ কিছু জনপ্রিয় সংস্থা এবং ওয়েবসাইট জুমলা ব্যবহার করছে এর মধ্যে হাভার্ড বিশ্ববিদ্যালয়, লিনাক্স ফাউন্ডেশন এবং জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মিৎসুবিশি এবং পোর্শের বিভিন্ন ওয়েবসাইট উল্লেখযোগ্য।


যাই হোক, প্রথমেই বলেছি Joomla একটি CMS বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (Content Management System)।এরকম আরো একটি জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস যা মূলত ব্লগ প্লার্টফর্ম হিসেবে অধিক ব্যবহৃত হয়। বলাই বাহুল্য Joomla এবং ওয়ার্ডপ্রেস উভয় সিএমএস গড়ে উঠেছে অতি জনপ্রিয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ পিএইচপি এবং মাইএসকিউএল ডাটাবেজ এর উপর।
What is Joomla
What is Joomla
জুমলা ব্যবহার করে যে ধরনের ওয়েবসাইট তৈরী করা সম্ভব –
১)  অনলাইন ম্যাগাজিন বা সংবাদপত্র
২) ইকমার্স বা যেকোন ব্যাবসায়িক ওয়েবসাইট।
৩) বিভিন্ন দাতব্য সংস্থার ওয়েবসাইট
৪) স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
৫) কর্পোরেট ওয়েবসাইট অথবা পোর্টাল।
৬) কমিউনিটি ওয়েবসাইট।
৭) ব্যাক্তিগত ওয়েবসাইট।
৮) সোশ্যাল নেটওয়ার্ক।
এছাড়া আরো অনেক ধরনের ওয়েবসাইট তৈরী করা সম্ভব যা সম্পূর্ন আপনার উপর নির্ভর করে। ফেসবুকের মত জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কের মত সম্পূর্ন ব্যাতিক্রমধর্মী যেকোন ওয়েবসাইটই জুমলা ব্যবহার করে তৈরী করা যায়।
যেসব কারনে জুমলা ব্যবহার করা উচিত –
১) জুমলা সম্পূর্নই বিনামূল্যে ব্যবহার করা যায়। এটি সম্পূর্ন ফ্রীতে ডাউনলোড যায়।
২) এটি ওপেন সোর্স তাই একে ডেভেলপ করাও সম্ভব।
৩) ওপেন সোর্স হওয়ার কারনে এটি তুলনামূলক দ্রুত আপডেট হয় তাই এর পূর্ববর্তী সংষ্করনে থেকে যাওয়া সমস্যার দ্রুত সমাধান পাওয়া যায়।
৪) ইন্টারনেটে জুমলার জন্য প্রচুর টেমপ্লেট ও এক্সটেনসন বিনামূল্যে পাওয়া যায় যা দিয়ে ওয়েবসাইটকে আরো আকর্ষনীয় এবং আধুনিক বৈশিষ্ঠ্যপূর্ন করে তোলা যায়।
৫) একটি ওয়েবসাইটে খুব দ্রূত এবং সহজে পরিচালনা করা যায়।
৬) সাধারনভাবে পরিচালনার জন্য খুব বেশি টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন হয় না।
৭) এছাড়া ওয়েব ডেভেলপারদের জন্য জুমলা খুবই সম্ভাবনাময় ক্ষেত্র।
৮) জুমলা দিয়ে তৈরী করা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য জুমলা ডেভেলপার খুবই সহজলভ্য।
জুমলা ডাউনলোড করতে পারবেন – ডাউনলোড জুমলা

জুমলা সিকিউরিটি

আপনার জুমলা সাইটের নিরাপত্তার জন্য নিচের বিষয়গুলি খেয়াল রাখুন
*ভাল হোস্টিং প্রোভাইডারের কাছে সাইট হোস্ট করা : সস্তার তিন অবস্থা।কম দামে হোস্টিং সেবা এবং আনলিমিটেড ব্যান্ডওয়াইথ,ডেটাবেস ইত্যাদির প্রতিশ্রুতি যারা দেয় তাদের সমস্যা আছে।সস্তা দামে বেশি সুবিধা প্রদানকারী এসব সস্তা হোস্টিং প্রোভাইডারদের এড়িয়ে চলুন।শেয়ারড হোস্টিং এ বেশি সমস্যা ডেডিকেটেড এর তুলনায়,এসব জানতে এই সাইটের হোস্টিং টিউটোরিয়ালগুলি দেখতে পারেন।যাইহোক হোস্টিং করানোর আগে সিকিউরিটির ইস্যুগুলির ব্যাপারে তাদের জিজ্ঞেস করুন যেমন htaccess ফাইল কনফিগার করা,raw logs ফাইল এ এক্সেস পাওয়া ইত্যাদি।সর্বোপরি একজন অভিজ্ঞ ডেভেলপারের পরামর্শ নেয়া বুদ্ধিমানের কাজ হবে।জুমলা কিছু হোস্টিং প্রোভাইডারের তালিকা তাদের সাইটে অবশ্য দিয়েছে।
*মাঝে মাঝে সিকিউরিটি চেকলিস্ট দেখা : নিচের সাইট থেকে মাঝে মাঝে খবর নিতে পারেন এখানে জুমলার সর্বশেষ নিরাপত্তা বিষয়ক খবর ও সমাধান থাকে।

*জুমলার সর্বশেষ ভার্সন ব্যবহার করুন : কিছুদিন পরপরই জুমলার আপডেট বের হয়।আপনার সাইট সবসময় আপডেট রাখুন।যেভাবে আপডেট করতে হয়
*এক্সটেনশন সমাচার : আক্রমনযোগ্য জুমলার এক্সটেনশন ব্যবহার থেকে বিরত থাকুন।বিস্তারিত
*ডেটাবেস প্রিফিক্স পরিবর্তন করা : জুমলাতে ডিফল্ট ডেটাবেস প্রিফিক্স jos_ থাকে।এটা যদি পরিবর্তন না করেন তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনার সাইট হ্যাক হবে।যেভাবে ডেটাবেস প্রিফিক্স পরিবর্তন করতে হয়
*ইউজার নাম এবং পাসওয়ার্ড মাঝে মাঝে পরিবর্তন করা : জুমলা ইনস্টল দেয়ার পর যখন লগিন করেন তখন ইউজার নাম admin এবং পাসওয়ার্ড দিতে হয়,এই ইউজার নাম admin পরিবর্তন করুন।যেভাবে করতে হবে
*htaccess ফাইল : htaccess ফাইল এটা ছোট্র একটা ফাইল জুমলার রুট ফোল্ডারে থাকে কিন্তু খুব পাওয়ারফুল।এখানে কোড লিখে সাইটের নিরাপত্তা বাড়ানো যায়।যেভাবে করবেন
*ফাইল অনুমতি বা পারমিশন : সিপ্যানেলে খুব সহজে ফাইলের পারমিশন একসেস পরিবর্তন করে নিরাপত্তা জোরদার করা যায়।যেভাবে করতে হবে




Post a Comment

0 Comments